আমাদের পৃথিবীতে
2024-06-24
আর তুমি ও ফিরে আসো তাই।
আমরা মুখোমুখি হই,
অনন্তকাল ধরে,
আমাদের ফিরে আসা তবুও ,
প্রতিবার নতুন আর রঙ্গিন।
সম্পূর্ণ
একদিন আমাদের হয়তো কথা হলো
2023-12-30
তোমাকে প্রেমিকা বলে দাবি করে বসলে,
সব কিছু আকস্মিক ভুলে গিয়ে,
আমি ও প্রেমিক হয়ে যাই।
সম্পূর্ণ
ঘুমিয়ে পড়ো
2023-02-04
পৃথিবীর সমস্ত মানুষ আলো নিভিয়ে ঘুমিয়ে আছে,
তুমি পাহারা বসিয়ে রেখেছ রাত্রি।
জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ দূরের আকাশ দেখছো,সম্পূর্ণ
তুমি দুঃখ ভুলে যাও
2023-02-04
এই জনাকীর্ণ একাকী তোমার।
বাহানা খুনসুটিটে তোমার শুকনো ঠোঁটের এক চিমটি হাসি দেখব বলে দাঁড়িয়ে আছি। সম্পূর্ণ
একটা সাম্প্রতিক ছবি দিও।
2023-01-18
বহুদিন না দেখে দেখে স্মৃতির পাতায় ও মরিচা পড়ছে,
মরিচা পড়ছে খোয়াবে, কল্পনায়। সম্পূর্ণ
দূর থেকে ভালোবাসি
2022-04-22
তাহলে আর ভালো বাসবো কি?
সেই আফসোস করে পুড়ে যাবো সারাকাল।
তুমি আর চাঁদ দূরে দূরে থাকো,
এভাবেই থাকুক ভালো বাসা বাসি।