অতঃপর তাঁর মধ্যে থেকে হঠাৎ এক করুণ চিৎকার শুরু হবার পর,
মেয়েটির চোখে চিরকালের গভীর ঘুম ফিরে এলো।
তাঁর দুচোখ বন্ধ, অথচ দুঃখগুলো নির্ঘুম।
যে মেয়েটির নির্ঘুম দুঃখ দেখেছে সে ছিল কবি।সম্পূর্ণ

তুমি কখনও কারো প্রেম হয়ে যাও
আবার কখনও বন্ধুত্বের আসর জমিয়ে দাও,
তোমার বুকে চা-সিগারেটের ধোঁয়ার চুম্বন ,
এ যেন বেকারদের আড্ডা জমে—ক্ষীর হয় তখন!সম্পূর্ণ

হিংস্র বিট্রিশেরা যত ভাগ করেছিলো মানবতা
ফারাক করেছে এক হবে না হিন্দু-মুসলমান,
আমরা ভেঙ্গে দিয়েছি তাদের নীল নকশা—
ধর্ম নিয়ে নয় গোঁড়ামি,মানুষে মানুষ সমান।সম্পূর্ণ