আমি চেয়েছি— সব কোলাহল ছেড়ে পৃথিবীর বুকে সন্ন্যাসী হয়ে যেতে,
নষ্ট হয়ে গেছি ভেবে- লোকে বলে ‘নিজের মতো থাকা উচিৎ আমোদ ফুর্তিতে মেতে।’
আমি চাইনি— ধরতে অনাকাঙ্ক্ষিত কোনো পথ,
তবুও চাপিয়ে দেয়া হলো আমার ওপর- ঘুমন্ত শপথ।সম্পূর্ণ

যে সন্তান জন্মের দিন মা হারিয়েছে,
তারও তো মা ছিলো,অথবা-
যে সন্তান নর্দমা কিংবা ময়লার স্তুপ থেকে উঠে
পুরনো মা’কে হারিয়ে নতুন মায়ের কোলে এসেছে
তারও তো মা ছিলো,হয়তো এখনো আছে। সম্পূর্ণ

একান্ন কোটি বর্গকিলোমিটার ভ্রমণ শেষে
এক নাবিক এসে বলে-
পৃথিবীকে দেখেছি দক্ষিণ গোলার্ধে হারিয়ে যেতে,
আমার এখনও পৃথিবীকে দেখার স্বাদ মেটেনি
মানুষ দেখার স্বাদ মেটেনি মোটেও
এই বৈচিত্র্যময় বিশ্বব্রহ্মাণ্ডে আমি হারিয়ে যেতে চাই। সম্পূর্ণ

আমার জন্ম যদি আরো দুই’শ বছর আগে হতো,
তবে এই শহরের মিথ্যে ভালোবাসার কবলে-
হয়তো আমি পড়তাম নাহ৷

পড়তাম নাহ কোন ছলনাময়ী প্রেমিকার কবলে,
আগ্রাসী মনোভাব নিয়ে কেউ হয়তো-
আঘাত করার সুযোগ পেতো নাহ সরাসরি।সম্পূর্ণ

জীবনকে প্রশ্ন করলাম-
কী চাও আমার কাছে,’আমাকে নাকি অধিকার’?
আমাকে চাইলে সঁপে দিবো অবলীলায়,
কিন্তু-অধিকার কেড়ে নিতে চাইলে তুলকালাম বাধিয়ে দিবো
ধ্বংস করে দিবো বিশ্ব মানচিত্র থেকে কতগুলো নাম,
এক ইশারায় দিয়ে দিবো তৃতীয় বিশ্ব যুদ্ধের ডাক।সম্পূর্ণ