আজ আমি তোমাকে ভালোবাসি,
কাল হবে তুমি আমার অভ্যাস,
ভোরের আলোয় অনভ্যস্ত তুমি খুলতে শিখবে দরজার খিল,
একটু সাবধানে জানালার কপাটে হাত ছুঁবে ধীরে, শব্দ লুকাতে!সম্পূর্ণ

কেউ তোমার কপালে হাত বুলিয়ে বলতে চায়;
এই শহর তার একার,
যার আপাদমস্তক হবে তার অধিকার।
তোমার কপালে টিপের পবিত্র বুকে তার অধিকার হোক চুমুর!সম্পূর্ণ