হাঁড়ের ভেতর চিৎকার করে পুরোনো মানুষ,
নিজের পরাজিত চোখের দিকে তাকিয়ে হাসে।
শ্মশান জ্বলে ওঠে পাড়ায় পাড়ায়।
ঘরে ঘরে গজিয়ে ওঠে নতুন নতুন কবর।সম্পূর্ণ