অনাদৃত কথামালা
2023-12-06
ক্ষুধার মসনদে বসে
রাষ্ট্র সাম্যের গান গায়
পৃথিবীর বুকের ওপর
বিশ্বাসের সূর্য অস্ত যায়সম্পূর্ণ
ক্ষুধার মসনদে বসে
রাষ্ট্র সাম্যের গান গায়
পৃথিবীর বুকের ওপর
বিশ্বাসের সূর্য অস্ত যায়সম্পূর্ণ
দেখো- বেহাগের রঙে, সমস্ত অঙ্গে
সময়ের তরজমা চলে।
কোথাও যায় না কেউ,
স্থির হইয়া শুধু
পথের ঠিকানা বলে।সম্পূর্ণ
হাঁড়ের ভেতর চিৎকার করে পুরোনো মানুষ,
নিজের পরাজিত চোখের দিকে তাকিয়ে হাসে।
শ্মশান জ্বলে ওঠে পাড়ায় পাড়ায়।
ঘরে ঘরে গজিয়ে ওঠে নতুন নতুন কবর।সম্পূর্ণ
তৃষ্ণার্ত কাকের মতন ঠোঁটে তুলে নেই কবিতা
বুকে তুলে নেই মানচিত্র আর
পকেটে দুইদিনের অভুক্ত, বিষাদী ইচ্ছের শবদেহ।সম্পূর্ণ
আপনাকে কোথাও পাওয়া যাচ্ছে না-এমন হারানো বিজ্ঞপ্তি দেখে অবাক হবেন না।আপনার খোঁজে আমরা ব্যতিব্যস্ত ছিলাম।প্রার্থনারতসম্পূর্ণ