সোনা বউ ও সোনা বউ
অনন্ত, ভুল সুখ, ভুল আভিজাত্য আর ভুল পূর্ণতা
আমায় তাড়া করতে করতে যেদিন দেয়ালে নিয়ে ঠেকাল,
যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার,
সেদিনই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে।সম্পূর্ণ
ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথা দাও, বুকে রাখবো
ব্যথার জন্যই তো হৃদয়
আঘাতে বুক ভাঙবে না
বুকে ব্যথা আছে।সম্পূর্ণ
আকাশ কেন কাঁদে?
হঠাৎ, কোথায় যেন বাজ পড়লো
চমকে উঠে উদাস হলাম!
যে সবার মন ভালোর কারণ
তার কি মন খারাপ হয় অকারণ?
যে সবাইকে মাতিয়ে রাখে ভীষণ
তার কি মন খারাপ হয় অকারণ?
তা নাহলে ;
আকাশ কেন কাঁদে??সম্পূর্ণ
অব্যক্ত অভিমান
রাখবো না সেদিন রুদ্ধ দুয়ার
থাকবো না সেদিন তোমার পাণে বসে,
আকাশের ওই ছোট্ট তারা
হয়েই যাবো আমিও অবশেষে…
সম্পূর্ণ
তোমার অপেক্ষা
এখন শুধু তোমার অপেক্ষা!!!
মুঠো ভরে বৃষ্টি কুড়ানোর আকুলতা
তোমাকে আঁকড়ে ধরার তীব্র ইচ্ছে
আদর জমেছে ঠোঁটের কোনে
সম্পূর্ণ
ঈশ্বরের দু নয়ন
যা পাঠ করে অশ্রুসিক্ত হবে আপনার আমার বিশ্বাসে জন্ম নেওয়া কাল্পনিক ঈশ্বরের দু নয়ন!সম্পূর্ণ
আমার একটা এমন কেউ আছে
হাতের উপর বিশ্বস্ত একটা হাত রেখে
আমাকে কেউ কোন দিন বলেনি ভালোবাসি।
বলেনি ছেড়ে যাবো না কখনো,
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে।সম্পূর্ণ
এক কোটাধারীর আত্মকথন
মেধার কি আর আছে রে দাম–
আমার কোটার কাছে,
ফুলেল এই দিন আমার,
কোটা বিরোধীর কবর রচে!সম্পূর্ণ
ধূলোপড়া রাস্তা
তুমি আমার ভাগ্য
ভবিতব্য তো নও
চিরকালের আশ্রয়
আকাশ না-ই বা হলে
ক্ষণকালের বর্ষার মেঘের
ছায়াটুকু তো হও সম্পূর্ণ
কিস্তির লোক
কিস্তির লোক এসে উঠোনে চেয়ার পেতে বসে থাকে।কামরাঙা মারবেলের মতোন দুপুর গড়ায়ে যায়।আমলকী গাছ থেকেসম্পূর্ণ
ছেঁড়া পাতার কাব্য
কেউ জানে না, তুমিও জানো না –
কেন জলরঙে আঁকা রঙিন ছবিটা
কোন্ দুঃখে এত নীল হয়ে যায়!সম্পূর্ণ