অনন্ত, ভুল সুখ, ভুল আভিজাত্য আর ভুল পূর্ণতা
আমায় তাড়া করতে করতে যেদিন দেয়ালে নিয়ে ঠেকাল,
যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার,
সেদিনই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে।সম্পূর্ণ

হঠাৎ, কোথায় যেন বাজ পড়লো
চমকে উঠে উদাস হলাম!
যে সবার মন ভালোর কারণ
তার কি মন খারাপ হয় অকারণ?
যে সবাইকে মাতিয়ে রাখে ভীষণ
তার কি মন খারাপ হয় অকারণ?
তা নাহলে ;
আকাশ কেন কাঁদে??সম্পূর্ণ

কত যে কল্প-গল্পে সদা এঁকে যাই তোমারই ছবি
তুমি কি মানো?
তুমি শুধুই আমার একান্ত কবি!

তুমি কি জানো!
তোমার কন্ঠ আমার অবোধ মনের সুকরুণ বাঁশি?
সম্পূর্ণ

হাতের উপর বিশ্বস্ত একটা হাত রেখে
আমাকে কেউ কোন দিন বলেনি ভালোবাসি।
বলেনি ছেড়ে যাবো না কখনো,
তবুও আমার মনে হয়,
আমার একটা এমন কেউ আছে।সম্পূর্ণ