সেমিটিক সভ্যতার আদিলগ্ন থেকে অদ্যাবধি জীবন মৃত্যুর উপাখ্যানে…
কতিপয় আত্মা ঘুরে বেড়ায় ,
কখনো কখনো নগ্নতায়, কখনোবা যান্ত্রিকস্তরের শাখা- প্রশাখায় হেঁটে হেঁটে…সম্পূর্ণ

নারী তুমি–
প্রকৃতির খেয়ালীরূপের অন্তর্জ্বালায় মাতম করছ,
ল্যাম্পপোষ্টের নিচেও তেমনি আলোহীন বুক
নিতান্তই সস্তা আদিমতার ছায়াতল,
কবি খুঁজে নেয় নিষিদ্ধ চোরাগলি।সম্পূর্ণ

এইবার জেগে উঠুক প্যালেস্টাইন, পবিত্র সত্ত্বার
ঝরো হাওয়ায় লণ্ডভণ্ড হোক সীমারের রাজত্ব।
শহীদের রক্ত আমাদের-ই চেতনার রঙ,
কফিনে ঢাকা ওদের মুখ উজ্জ্বল, প্রদীপ্ত পৃথিবীব মুক্তির নিরব শ্লোগান!সম্পূর্ণ