ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।সম্পূর্ণ

তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।

তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।সম্পূর্ণ