ভোরের পাখি
2023-10-01
রাত শেষ হয়ে ভোর না হতেই
ভোরের পাখি জাগে
ভোর হয়েছে খবর এনে
দেয় সে সবার আগে।সম্পূর্ণ
রাত শেষ হয়ে ভোর না হতেই
ভোরের পাখি জাগে
ভোর হয়েছে খবর এনে
দেয় সে সবার আগে।সম্পূর্ণ
নয় নটা মাস চলল লড়াই
স্বাধীন হল দেশ
উড়ছে সবুজ লাল পতাকা
নেই আজ খুশির শেষ।সম্পূর্ণ