মাটির নিচে চাপা পড়া কঙ্কাল ছাড়া
আর সব মানুষই মুখোশধারী।
বিশ্ব যেন এক সার্কাসের কারাগার
আর গোরস্থানই হলো,
কারাগারের থেকে মুক্তির দিশারী। সম্পূর্ণ

তোমার প্রতিটি চুম্বনে আমি উষ্ণতা খুঁজেছি,
কিন্তু কুয়াশা মাখা ঘিরি পথের শীতলতা তোমায় বুঝতে দেয়নি।
আমি তোমার চোখে পৃথিবী দেখেছি,
তবে এই বিস্ময়কর পৃথিবীর অভ্যন্তরীণ সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারনি।সম্পূর্ণ

শৈশবের স্মৃতিচারণে মায়ের আদর।
আঠারোতে সেও চলে যায়,
এরপর সবাই হলো পর।
পঁচিশ পর্যন্ত বাঁচলাম তোমার আশায়,
মায়ের কাছে ফিরে যেতে এখন কে আটকায়।
সবশেষে বলছি খোঁজ করোনা আমার কবর।
ফিরে এসেছি মায়ের কাছে, তুমিও এখন পর। সম্পূর্ণ

তোমায় ঘেরা স্মৃতির চন্দ্রমল্লিকা,
এবার জন্মায়নি নিভৃতে।
চোখে নেই ঘুম দীর্ঘ রাত, শেষ আকুতি
তোমার মুখে রূপকথার গল্প শোনার অজুহাতে। সম্পূর্ণ

হোক পূর্ব থেকে পশ্চিম,
বা উত্তর হতে দক্ষিণ।
তোমরা ভুলেও আামাদের কল্পনায় এসো না,
তাহলে তোমাদের শেষ ঘুম হবে দারুণ যন্ত্রণা। সম্পূর্ণ