Review This Poem

শত শত স্বপ্ন এ শহরে চার দেয়ালে বন্ধি
হাজার রকম সমস্যা নিয়ে ছুটছে মানুষ একে অপরের সাথে করে সন্ধি
এই শহরে আবেগ মায়া কোনোটারই নেই দাম,
ইটের শহরে বাঁচতে হলে রাখতে হবে পাথরের মতো মন
এই শহরে স্বপ্ন সবার বেহিসাবি ধন।

পাথুরে শহরে বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে শত লক্ষ দালান
এই শহরে প্রেম বিক্রি হয় কষ্টের চড়া সুদে
তবুও মানুষ অন্যের কাছে নিজের শান্তি খোঁজে,
কতো মানুষ কতো কথা দিচ্ছে বুকে কবর
স্বার্থের শহরে স্বার্থ ছাড়া নেয় না কেউ খবর।

এই শহরে কতো মানুষ রাস্তাকে বানিয়েছে ঘর
এই শহরে এক রাতেই বুঝবে তুমি অর্থ ছাড়া সবাই সবার পর,
এ শহরে কাঁচের ভেতর মুখরোচক কতো খাবার
এক জীবনেও অনেক কিছুই মুখে উঠে না সবার।

হাঁটতে গেলেই দেখবে তুমি রাস্তায় মানুষ মুখথুবড়ে আছে
মানুষ দেখেই অনেক মানুষ নাক ছিটকায় পাছে,
এই শহরটা জাদুর শহর অনেক লোকেই কয়
আবার দেখি অনেক মানুষ আত্মহত্যা করছে মেনে নিয়ে পরাজয়।

কতো মানুষ আসবে যাবে শহরটা কিন্তু থাকবে
নতুন করে বাঁচতে মানুষ নতুন স্বপ্ন আঁকবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments