ভালোবাসা খুজতে গিয়ে নিজেকে গিয়েছিলাম ভুলে
বুঝিনি আগে সব ভালো হয় নিজেকে খুঁজে পেলে,
ভাবছি আমরা অন্যের কাছেই আমাদের সকল সুখ
বুঝিনা কেনো নিজের ভেতর পুষছি বিরাট অসুখ।
একটুখানি সুখের খুঁজে জীবনটাকে করছি পন্ড
মানিনা কেনো স্বার্থের দুনিয়ায় সব মানুষই ভন্ড
মিথ্যে সুখের জন্য বোকা মনকে করে খন্ড খন্ড
নিজের ভেতর খুঁজিনা কেনো একদন্ড সুখ,
সব অসুখের ঔষধ যে নিজের হাসি মুখ।
হরেক রকম মানুষ ভবে হরেক রকমের মুখ
আপন মনেই লুকিয়ে আছে কাঙ্ক্ষিত সেই সুখ
জীবনটা যে জটিল অংক ফলাফল যার শূন্য
হাঁটতে গেলে পড়তেই হবে, নিজ শক্তিতে উঠতে পারলেই জীবন হবে ধন্য।