আসমানি আমি তোমার প্রেমিক হবো
সুখ দিয়ে দুঃখ নেবো, কষ্ট দিলে হাসি দেবো,
জীবন ভরে স্বপ্ন দেবো।
আমি তোমার প্রেমিক হবো
তোমার চোখের রংধনুতে আকাশটাকে রাঙিয়ে দেবো
রোদের রং করবো কালো রাত্রি হলে আরো ভালো
উঠবে চাঁদ আকাশে তোমার কথার প্রতিধ্বনি শুনতে থাকবো বাতাসে।
আমি তোমার প্রেমিক হবো
শীতের রাতে ওমের মতো
চোখের সাথে ঘুমের মতো
মাতালের নেশার মতো
শিল্পীদের গানের মতো
সুনীলের কবিতার মতো
হুমায়ুনের গল্পের মতো
সার্কাসের পুতুলের মতো
শিমুল তুলোর ফুলের মতো
বেলী ফুলের গন্ধের মতো
বৃষ্টি দিনে ঝড়ের মতো
রুক্ষ পথে কাটার মতো
ব্যাথা পেলে ঔষধের মতো
ভুল করলে শাসনের মতো
ছোট্ট শিশু আদরের মতো।
তুমি কি আমার প্রেমিকা হবে ?
কান্না করলে জড়িয়ে নেবে
হতাশ হলে সাহস দেবে
বিষন্নতায় ঘুম পাড়িয়ে দেবে
ইচ্ছে হলেই চুমু দেবে
দুর্দিনে ও পাশে রবে।
আমি তোমার প্রেমিক হবো
পরাধীনতায় স্বাধীনতা দেবো
যুদ্ধ হলে রক্ত দেবো বেসামাল হলে প্রাণ নেবো
তোমার সাথে ঝগড়া করে তোমাকেই জড়িয়ে নেবো
মাঝে মাঝে জ্বালাবো পরক্ষণেই হাসাবো ভালোবাসায় ভাসাবো।
আমি তোমার প্রেমিক হবো
তুমি কি আমার প্রেমিকা হবে ?