তুমি নেই বলে হারিয়ে যাচ্ছে সব
কবিতার ছন্দ, প্রেমিকের নাকে লেগে থাকা প্রেমিকর মিষ্টি গন্ধ, ভালোকে লাগে মন্দ, আলো হারিয়ে যায় আধারে, পথিক পথ হারিয়ে তেপান্তরের মাঠে।
স্বপ্নে তুমি দীঘল পায়ে মেঠো পথ ধরে এলোচুলে
এসে দাঁড়ালে আমার সামনে, আমি খুব সাবধান
তোমার চোখে কাজল লাগিয়ে দিলাম
হঠাৎ তোমার কান্নার শব্দে আমার ঘুম হারিয়ে গেলো।
তোমার সাথে আয়নাও যে কান্না শুরু করেছে
তুমি হাসো না বলে পাখিরা আর গান গায় না
ছোট বাচ্চারা করে না আর খেলতে যাওয়ার বায়না
কবিরা শব্দ খুঁজে পায় না, চিত্রশিল্পীরা কল্পনা করে পারে না, যেমন বন্যজন্তু চিড়িয়াখানা থেকে ছাড়া পায় না।
শৃঙ্খলাবদ্ধ সৈন্য বাহিনী আজ বিচ্ছিন্ন
যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা হতে পারে
হতে পারে পারমানবিক বৃষ্টি,
তাতে ধ্বংস হয়ে যেতে পারে প্রেমিক জাতি
তুমি কান্না থামাও, ফিরে আসো
তুমি হাসতে শুরু করো, কেবল মাত্র তোমার হাসিতেই থেমে যাওয়া পৃথিবী আবার ঘুরতে শুরু করবে
সূর্য উঠবে, রাত নামবে আমি ঘুমবো নয়তো
জানালার বাইরে তাকিয়ে থেকে কাটিয়ে দিবো আরো একটি সমস্ত রাত।