কবিতাতুমি বরং কষ্ট হয়ে যাও
কবিমেহেদী হাসান রানা
উৎসর্গআসমানি মেয়েকে
সময়২২ আগস্ট ২০২১, দুপুর।
লিখার স্থানকাশিমপুর, গাজীপুর।
Review This Poem

কবিতা অনেকেই পছন্দ করে ভালোও বাসে অনেকে
কিন্তু যে মানুষটা মনের মধ্যে শত ইচ্ছা আকাঙ্খা কষ্ট নিয়ে হাজার শব্দের মেলা বসিয়ে কবিতার রুপ দিয়েছে তার খোঁজ কেউ নেয় না।

না নিলেইবা তার কি আসে যায়
সেতো মনের ঐ কষ্ট গুলোই লিখে
তার চোখ বেয়ে পড়ে অদৃশ্য জল,
আচ্ছা কবিতার ভাষা কি খুব দুর্বোধ্য
তোমার কি বুঝতে কষ্ট হয় নাকি বুঝতে চাওনা
নাকি খুব তুচ্ছ মনে হয় কবি কে ?

হয়তো বিধাতা কবির কপালে কবিতা ছাড়া আর কিছু দেয় নি,
আমার ওতো তোমাদের মতো বাঁচতে ইচ্ছে করে
স্বপ্ন দেখতে চাই, আমারো ইচ্ছে করে করি নানান বায়না আসলে আমার দরকার ছিলো একটি যাদুর আয়না যেমন উপাসনালয়ের বাইরে জুতো রেখে গেলে জুতো চুরি হয় না, কবিরা নারীকে চায় কিন্তু স্পর্শ পায় না।
কবিরাও ভালোবাসতে চায়, ভালো থাকতে চায়
কই সে সুযোগ তো কেউ দেয় না।

তাইতো শূণ্য থেকে কষ্ট কুড়িয়ে নেই
আর কলমের খোঁচায় তা হয়ে উঠে কবিতা
জীবনে শুধু সুখ নয় কষ্টের ও প্রয়োজন আছে
কষ্ট না থাকলে যে সুখের কোনো মূল্য থাকে না
বেঁচে থাকার অস্ত্র এই কষ্ট, কষ্ট তোমায় খুব ভালোবাসি, হাজার কষ্ট বুকে নিয়ে অট্টহাসি হাসি।

তাই বলি কি তুমি বরং কষ্ট হয়ে যাও,
তাহলে নিশ্চিত তোমাকে পেয়ে যাবো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments