Review This Poem

আসমানি মেয়ে তোমার ঐ মধু মিশ্রিত কন্ঠে উচ্চারিত প্রতিটা শব্দই যেনো নতুন লাগে
কবিতারা পায় তার স্থায়ী আবাসস্থল,
যেমন সাগরের সৌন্দর্য অগাত জল
তোমার চোখে হাজার পাখির হাসি
মন চায় চিৎকার করে বলি এই মেয়ে তোমাকে নয় তোমার কন্ঠকে ভালোবাসি।

তুমি তো অপরিচিত কেউ নও আবার তুমি খুব কাছের কেউও নও
তুমি অজানা, অদেখা এক রহস্যময়ী বালিকা
তোমার জন্য প্রতি রজনীতে লিখি প্রথম দেখা হলে কি কি উপহার দেবো তার তালিকা,
দেবো এক টুকরো মেঘ, বৃষ্টির ফোঁটা হয়তো তোমার ঠান্ডা লাগতে পারে তাই কলাপাতার ছাতা বানিয়ে রেখেছি, তোমাকে দেবো একটি চড়ুই,
দুটো ডানা আমার পৃথিবীতে ভেসে বেড়াতে তোমাকে কেউ করতে পারবে না মানা।

তোমাকে দেবো এক পৃথিবীর প্রেম,কান্না,হাসি,
তুমি শুধু বলবে ভালোবাসি
তাই বার বার ছোট্ট শিশুর মতো কাঁচা ঘুম ভেঙে তোমার কাছে আসি,
তোমাকে দেবো যাদুর আয়না পূরণ করতে তোমার সকল বায়না
দেবো সোনালী ধানের শীষ, গ্রামের র্নিভেজাল বাতাস
দুপুরের কড়া রোদ, ভোরের আলো, শিশির, কুয়াশার মোড়কে মোড়ানো একটি শীতের সকাল, আষাঢ়ে বৃষ্টি, শরৎএর আকাশ, হেমন্তে নবান্নের গন্ধ, বসন্তে ফোটা তাজা বকুল।

তোমাকে দেয়ার মতো আর কি কি আছে তালিকা করছি, খুঁজছি তোমায় খুব পছন্দের গান, কবিতা, গল্প কয়েকটা পৃথিবী তোমায় দিলেও আমার কাছে লাগবে হয়ে গেছে খুব অল্প।

তুমি চাইলে আমাকেই নিয়ে নিতে পারো আমি অনায়াসে দিয়ে দেবো
আমার যা আছে আপন পর সব সব দিয়ে দেবো,
শুধু তুমি স্বপ্ন থেকে একবার বাস্তবে আসো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments