4.3/5 - (3 votes)

জানো আসমানি
বেদনার রং নীল নয় হলুদ হয়
যেমন একলা মানব প্রকৃতির সাথে কথা কয়
নির্জন পথে মধ্যরাতে হাটতে করে নাতো আর ভয়।

তুমি চলে যাবার পর জনসমাগম আর ভালো লাগে না
ভালো লাগে না আর রোমান্টিক গান, কবিতা
নির্জনে বসে দেখি শুধু তোমার সাদাকালো ছবিটা
কতটা মায়াভরা ওই চোখ।

তুমি ছাড়া এই পৃথিবী আমার জন্য দোযখ
কি করলে পেতে পারি বলো তোমাকে কাছে পাবার আর একটি সুযোগ
তুমি চাইলে আমি করে দিতে পারি এই পৃথিবীর সবকিছু বড় অথবা ছোট
ধরতে দেবে কি ক্ষণিকের জন্য তোমার হাত দুটো ?

তুমি ছাড়া শূন্য শূন্য লাগে চারপাশ যেনো গাছপালা নদী-নালা কোনো কিছুই নেই
যেদিকে তাকাই দেখি ধূ-ধূ মরু আমরা কি করতে পারিনা শূন্য থেকে শুরু,
তুমিতো আসমানের মেয়ে, বলে দাও তোমার কাছে যাবো কোন রথ দিয়ে ?

তোমাকে পাবার জন্য ঘটিয়ে দিতে পারি আরো একটি বিশ্বযুদ্ধ, পুরো পৃথিবী জুড়ে সাজাতে পারি ব্যাবিলনের চেয়ে সুন্দর একটি বাগান, লিখতে পারি শত শত প্রেমের কবিতা
তুমি কি আর কখনোই আমার হবে না
তোমাকে কি আমার কখনোই ছোঁয়া হবে না ?

তুমি জানো নাইবা জানো, তুমি ভালোবাসো আর নাইবা বাসো, তুমি কাছে থাকো অথবা বহুদূরে, তোমাকে পাই আর নাইবা পাই, তোমাকে লেখা চিঠি জবাব দাও আর নাইবা দাও আমি এক বিশুদ্ধ প্রেমিকের মতো আজন্ম ভালোবেসে যাবো, লিখে যাবো হাজার হাজার কবিতা, চিঠি ।

তোমাকে কখনো পাবো না জানি শুধু বলবো
“তবুও ভালোবাসি”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments