দিনের বেলায় চোখের মাঝে ঘুমেরা করে খেলা
রাত্রি হলে খোলা চোখে মহাশূন্যে ভাসায় স্বপ্নের ভেলা
সন্ধ্যে হলে পুবআকাশে ঢলে পড়ে রংধনু
কাঁচের চেয়ে অধিক ধারালো মনে হয় তোমার তনু।
আমি থাকি দুঃখালয়ে তুমি মহা সুখে
বৃষ্টি এলে ডানা মেলো অতৃপ্ত চোখে
নীল আকাশে মেঘের আল্পনায় কত-শত কল্পনা
তোমায় নিয়ে আমার স্বপ্ন ও কিন্তু অল্প না !
হাজার স্বপ্ন বুনতে থাকি রঙিন সুতো দিয়ে
পাহাড়ে গিয়ে আকাশ ছুঁবো তুমি আমি মিলে,
কালো শাড়ী পড়িয়ে তোমায় খোঁপায় দেবো বেলী
রাত্রি হলে মহাশূন্যে স্বপ্ন নিয়ে খেলি।
বৃষ্টি ভেজা নির্জন রাস্তায় হাঁটবো বিকেল হলে
লাল শাপলার মালা গেঁথে পড়িয়ে দেবো গলে,
আলক নন্দা ফুলের সুভাষ ছড়িয়ে দেবো বাতাসে
রাত্রি গড়িয়ে ভোর হলেই ঘুম আসে আমার আকাশে।