তুমি কি আমার শেষ ভালোবাসা হবে
হবে কি আমার রাজ্যের রাণী
জানি, তুমি ফিরিয়েই দেবে
চাইলেই কি সব পাওয়া যায়
চাইলেই কি লিখা যায় প্রেমের কবিতা।
যদি চাওয়া মাত্রই কবিতা লিখা যেতো
তাহলে হয়তো তোমাকে পেয়েই যেতাম
কিন্তু সহজে পাওয়া জিনিসটার কদর যে বেশিদিন থাকে না।
আমি না হয় তোমার জন্য অনেক রাত জাগবো
বস্তা বস্তা কাগজ নিয়ে স্বপ্ন লিখবো,
কারাগারে বন্দি থাকবো, বিচ্ছিন্ন দ্বীপে একা কাটিয়ে দেবো এক যুগ
তাতেও যদি তোমাকে না পাই
আমার লেখা কবিতা গুলো পুড়িয়ে করবো ছাই।
শুনো, কারো প্রথম ভালোবাসা হওয়াটা ভাগ্যের ব্যাপার না
ভাগ্য লাগে শেষ ভালোবাসা হতে
কারণ এ জীবনে তোমার পরে আর কেউ আসবে না
আমার অবশিষ্ট সকল কিছুর উপর শুধুমাত্র তোমারই অধিকার থাকবে,
তুমি হাসবে, খেলবে, উড়ে বেড়াবে আমার পৃথিবী জুড়ে, ঘুরেফিরে আমার কাছেই আসবে
ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে
এমন প্রেমিক তুমি আর কোথাও পাবে না
পাবে না এই বিশ্ব খুঁজে।
আচ্ছা তাতেও যদি তোমার না হয়
একটি দিনের জন্য আমার প্রেমিকা হয়ে যাও !
তুমি না হয় অভিনয় করবে আর আমি এক জীবনের
ভালোবাসা একদিনেই উজাড় করে দেবো
ঐ একটি দিনের স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দেবো।
কি হবে নাকি আমার শেষ ভালোবাসা
হবে নাকি একদিনের প্রেমিকা ?