আমার অনেক ইচ্ছে জাগে তোমায় ছুঁয়ে দেখার
শীতের বিকেলে তোমার সাথে কয়েক কদম চলার
অনেক সময় ইচ্ছে জাগে ভালোবাসি বলার।
খোঁপায় তোমার শোভা পায় লাল রক্ত জবা
তুমি কি আমার রোজ সন্ধ্যার চায়ের সঙ্গী হবা ❓
তুমি যখন রেগে থাকো দেখতে লাগে ভালো
অমাবস্যায় তুমি ছড়াও চাঁদের মতো আলো
সেই আলোয় ভিজিয়ে নিজেকে পাই অনেক আনন্দ
তুমিই আমার মুছে দাও দিনের সকল মন্দ।
তোমার কন্ঠ মনকে করে পৃথিবীর সবচেয়ে সুখী
মুখ ফিরিয়ে নাও যখন নিজেকে লাগে দুঃখী
তোমার প্রেমের রোগী আমি
তুমিই আমার ঔষধ
হাসি তোমার মনে হয় শীতের সকালের মিষ্টি রোদ।
ইচ্ছে গুলো আপন মনে যত্নে লুকিয়ে রাখি
তোমার সাথে ইচ্ছে অনেক পূর্ণ করা বাকি🌺