আমাদের যেদিন দেখাবে হবে কর্ণফুলির তীরে
তুমি কি আমায় জড়িয়ে নেবে হাজার মানুষের ভিড়ে
আঁকবে কি চুম্বন তোমার ওষ্ঠজোড়া এই পোড়া কপাল জুড়ে।
ভোরবেলাতে হাটতে যাবো-
দেখতে যাবো ঘাসের ডগায় শিশির
কান পেতে না হয় শুনবো দুজন পাখির কিচির-মিচির।
তুমি কি আমার বসবে পাশে রাখবে কাঁধে মাথা
বৃষ্টি এলে তোমার আঁচল হবে কি প্রেমিকের ছাতা
প্রেয়সীর চুলের গন্ধে মাতাল প্রেমিক
গাইবো বেসুরে গান, ভাবছি আমি
রক্তকরবী নাকি তোমার হাসি নেবে আমার প্রাণ।
প্রেমের জন্যে উন্মাদ প্রেমিকের আত্মসম্মান গেছে খোয়া
ভাবছি শুধু লাগবে কেমন পদ্মবতীর প্রথম ছোঁয়া
তোমার কাছেই ভালোবাসা সুখ দুঃখ সব করছি সমর্পণ
তুমি কি আমায় জড়িয়ে ধরে হবে হৃদয়ের দর্পণ।