কবিতাবাবুই পাখির বাসা
কবিমুহাম্মাদ মেহেদী হাসান
উৎসর্গপ্রিয় মা-বাবা ও শুভাকাঙ্ক্ষীদের
সময়২৯ মে, ২০২১,
লিখার স্থানরায়পুর, লক্ষ্মীপুর
2.3/5 - (3 votes)

মাঠের দুই পাশে
সোনা ঝরা ধানের মৌ মৌ গন্ধে
মুখরিত চারপাশ,

বিস্তীর্ণ মাঠের এক কোনে
এক পায়ে দাঁড়িয়ে তালগাছ।

তালগাছে বাসা বুনতে
ব্যস্ত বাবুই পাখি,
তা দেখে জুড়ায় মোদের দু-টি আঁখি!

বাবুই পাখিরা খোলা মাঠের আনাচে-কানাচে,
বাসা-ঘর বানাতে খড়কুটো খুঁজছে।

এ সব জড়ো করেই গড়ে উঠবে
বাবুই পাখির নিপুণ শিল্পকর্ম কুঁড়ে ঘর।

যেমন হবে দৃষ্টিনন্দন তেমনি মজবুত,
রক্ষা পাবে হতে তুফান-ঝর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments