1.2/5 - (4 votes)

রাস্তার দেয়ালে লিখেছে কে
বিপ্লবের স্লোগান,
ক্ষুধার্ত পেটে শিশু আজ
ল্যাম্পপোস্টের নিচে, সেতুর রোলিংয়ে
দিয়েছে কেন হেলান!

কেউ রাখেনি খোঁজ
একমুঠো এই শহরে,
না খেয়ে-শূন্য মানিব্যাগে কতজন!
কার রক্তে বেচেঁছে তার প্রাণ
কে মানাচ্ছে প্রিয়জনের অভিমান
কে হারিয়েছে তার প্রিয়জন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments