কবিতাবাক্সবন্দী
কবিমল্লিকা রায়
উৎসর্গসমস্ত পাঠককে
লিখার স্থানবাসভবনে
4/5 - (1 vote)

চতুর্দিক থেকে ঘিরে রেখেছ আমায়
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
প্রাদেশিক চক্রান্তে অভিযুক্ত, কবে নাকি
রক্তেও একাধিক দোষ মিলেছিল
ধীরে দখল হয়ে চলেছে
মাথার কোষ, ঘিলু,উৎকর্ষের
প্রতিটি বিন্দু,দেওয়ালে সাঁটা হয়েছে
কয়েকটি ভিন গ্রহীর নাম
কস্মিন কালেও যেখানে ফুল ফোটে নি
খাবার থালে চক্রান্তের বিষ
জলে রাসায়নিক মৌল !
ইচ্ছেগুলোয় লাগাম পরিয়ে
নামানো হয়েছে দলপতির মৌন ইশারায়
হয়তো ঠেলে দেওয়া হবে
উচ্চ কোন স্থাণ থেকে, ঘরের প্রতি কোন জুড়ে
সন্দেহের ইঙ্গিত
বোবা অক্ষরে কেবলই কামস্পৃহা
ধর্ষকাম,রক্তে অমিল বলে
পাশ কেটে চলে গেছে প্রজ্ঞাবানেরা
নৈশ:ব্দে মুখ থুবড়ে পড়ে আছে
এক একটি প্রশংসা।
প্রবল বিজ্ঞের দেশে মুহ্যমান আমি
শারীর বৃত্তে গেছি হারিয়ে
ঘরে ঘরে কাপড় বিছিয়ে যৌন খেলার ধুম
জেগে উঠেছেন মোহিনীরা তারস্বরে
ওদের জিহ্বা, মুখ, চোখে
লেলিহান মানবধর্ম গুড়িয়ে দিয়েছে
দু দেশের ধর্মীয় কোলাহল! যুদ্ধ হবেনা আর
ক্ষাত্রধর্ম যা-ই বলুক
কয়েকটি বাক্সবন্দী ইমেজ নিয়ে
বাড়ি বাড়ি সম্মোহন বেচা যায় না
নড়ে চড়ে বসেছেন তাবড়
সমাজধর্মীরা,আন্ত:প্রদেশ থেকে টেনে
দেখাচ্ছেন প্রাদেশিক বীজ
মাথায় আর অক্ষর নেই কোনও
মাছি ভনভন ঘিলুর চারপাশে
আমিও লোলুপ রোগী
ইশারায় চোখ রেখে মেপে দেখি
কতটা নেমেছি শুধু !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments