বাংলা কবিতা, গানের নদী কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
কবিতাগানের নদী
কবিমলয় রায়চৌধুরী
3.5/5 - (2 votes)

হ্যাঁ ! ঠিক দেখছি কি ? হ্যাঁ, ওইখান থেকে
নদী বাঁক নিয়েছিল তোর গান শুনে
অবন্তিকা ; তোর কন্ঠস্বরে বনাঞ্চল
রুপোলি লেজার আলো মেখে পাগলের
নিঃশ্বাসে ওগরানো সমুদ্রের ঢেউ
ডেকে নিয়ে গিয়েছিল অজস্র মানুষ
যারা তোর গান শুনে বেঁচে থাকবার
পাচ্ছিল উদ্দেশ্য খুঁজে ! কী করলি তুই ?
পট-হ্যাশ-কোক-অ্যামফিটেমাইনের
ব্ল্যাক হোলে নদীটাকে নিয়ে চলে গেলি–
কেন গেয়েছিলি তবে ‘ভালোবেসে যাবো
তোমাদের চির কাআআআআআআল…
চিরকাল এত ছোটো ? এতটুকুখানি !

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments