4/5 - (2 votes)

দেয়াশালাইয়ের কাঠি এখন আর জ্বালাতে হয়না
মর্ডান চুলা এমনিতেই জ্বলে উঠে,
হৃদয়ের কষ্ট গুলো এখন আর বলতে বা লিখতে হয়না
প্রতিচ্ছবি হয়ে মনের অজান্তে ভেসে উঠে।
অদৃশ্য ভালোবাসায় এতটা যন্ত্রণা
তা আগে বুঝিনি
প্রতিমুহূর্তেই জমা হয় পাহাড় সমান কষ্ট,
মর্ডানের ছোঁয়ায় সব বেসামাল হলেও
স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিতে পারিনা,
তাইতো সমাজের কাছে আমি দুর্বল প্রকৃতির।
আজো জ্বলছে চুলো
ক্ষয়ে যাচ্ছে সোনা
ভেঙ্গে পড়ছে পাহাড়,
গভীরতা কমে যাচ্ছে সমুদ্রের
প্রতিচ্ছবি ও হয়ে আসছে আবছা।
পুঁড়ে পুঁড়ে সোনা খাঁটি হয়
আমি মর্ডান চুলো নই —
যে জ্বলতে হবে যতক্ষন আছে সিলিন্ডারে গ্যাস
আমি সোনা নই–
যে আমায় পুড়তে হবে যতক্ষন না খাটি হই
আমি পাহাড় নই —
যে ভাঙ্গতে হবে আমায় বর্ষা কিংবা গাছ কাটা দানবদের হাতে
আমি সমুদ্র নই–
যে জোয়ার ভাটায় আমার গভীরতার দৈর্ঘ কমে যাবে।
সমুদ্রের গভীরতা মাপা যায়
মাপা যায় পাহাড়ের উচ্চতা ও
তাই বলে ভালোবাসা—-
আর নয়,
থাক যা পড়ে আছে অধরায়
বেশ আছি,এখন আর নেই কোন পিছুটান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments