কবিতাঅদৃশ্য মায়া
কবিজাহাঙ্গীর আলম অপূর্ব
উৎসর্গহাফচা,ফাহিমা,শাহ আলম
সময়২৪/০৮/২০২১
লিখার স্থাননলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
4.5/5 - (4 votes)

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

ভাই আর বোনের ভালোবাসায়
থাকে না তো খাদ,
নিত্যক্ষণে হাসি মজা
ভিন্ন রকম স্বাদ।

দুখের দিনে ভাইবোনেরা
পাশে তবে রয়,
মনের কোণে তখন তবে
থাকে না তো ভয়।

মন সাহসে জীবন মুখে
একলা চলা যাই,
ভাইবোনের ওই ভালোবাসায়
জনম জনম চাই।

অদৃশ্য এই ভালোবাসা
ভোলা যায় না ভাই,
এমন মধুর বন্ধন বুঝি
দ্বিতীয়টা নাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments