বাংলা কবিতা, শামুক কবিতা, কবি হেলাল হাফিজ - কবিতা অঞ্চল
কবিতাশামুক
কবিহেলাল হাফিজ
কাব্যগ্রন্থযে জলে আগুন জ্বলে
লিখার সময়জুলাই ২৯, ১৯৮০
4.8/5 - (5 votes)

‘অদ্ভুত, অদ্ভুত’ বলে
সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক।
আমি নগরের জ্যেষ্ঠ শামুক
একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম,
জলে দ্রাঘিমা জুড়ে
যে রকম গুটানো ছিলাম,
ছিমছাম একা একা ভেতরে ছিলাম,
মানুষের কাছে এসে
নতুন মুদ্রায় আমি নির্জন হলাম,
একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments