বাংলা কবিতা, আঁধার বিষয়ে কবিতা, কবি ভাস্কর চক্রবর্তী - কবিতা অঞ্চল
3.7/5 - (16 votes)

যে বিকেলে জ্বর আসে সেই বিকেলের মতো তুমি এসে দাঁড়িয়ে রয়েছো। ঘড়ির ভেতর দিয়ে রক্তের রেখার মতো সময় চলেছে। -আমি কি অসুখ থেকে কোনোদিন উঠে দাঁড়াব না?আজো রাত জাগাজাগি হয়। শরীর মিলিয়ে যায় নরম শরীরে।-আমি শুধু আমার পৃথিবী দেখে যাই…। চারপাশে কেমন হাজারো আলো জ্বলে আছে,তবু এমন আঁধার আমি জীবনে দেখিনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments