শহীদেরা মরে না (জুলাই বিপ্লব)
ভুলে যেওনা, শহীদেরা বারবার আবরার ফাহাদ হয়ে ফিরে আসে
ফিরে আসে নুর হোসেন বা আবু সাইদ এম মত
এ শহীদেরা মরেনি, শহীদেরা মরে না।সম্পূর্ণ
ভুলে যেওনা, শহীদেরা বারবার আবরার ফাহাদ হয়ে ফিরে আসে
ফিরে আসে নুর হোসেন বা আবু সাইদ এম মত
এ শহীদেরা মরেনি, শহীদেরা মরে না।সম্পূর্ণ
ধ্বংস হোক, ধ্বংস হোক সকল সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। নিপীড়কের বিচ্ছিন্ন কোন দল নেই, ছ’টি মহাদেশেসম্পূর্ণ
চিরদিন যে রমনী গভীর বিশ্বাসে খুলে দিয়েছে শরীরের যাবতীয় পোশাক সময়ে_অসময়ে, কালে-অকালে বার বার মেতেছেসম্পূর্ণ
জননীর নাভিমূল ছিঁড়ে উল্ঙ্গ শিশুর মত বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ুসম্পূর্ণ
ট্রাক ! ট্রাক ! ট্রাক ! শুয়োরমুখো ট্রাক আসবে দুয়োর বেঁধে রাখ। কেন বাঁধবো দোরসম্পূর্ণ
স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসেসম্পূর্ণ
জয় স্বাধীনতার জয় –স্বাধীনতা নিয়ে এখনো পক্ষ-বিপক্ষ,তর্ক-বিতর্ক,মিছিল-মিটিং,সভা- সমাবেশ,হাতা-হাতি, মারামারি,খুনোখুনি, থানা-পুলিশ,জেল-হাজত ,সাজা মওকুফ,কুচকাওয়াজ,সমরাস্ত্র প্রদর্শনী,পার্টি-মদ্যপান,দেশাত্মবোধক গান, ঘোষক-সম্পূর্ণ
সীমান্ত পেড়িয়ে সীমাবদ্ধ রেখে আমার স্বাধীনতা। রাশি রাশি তীব্র তীরে কাঁটাতার ভেদ করে ছুটে আসেসম্পূর্ণ
আমি, তুমি, সে, ওরা, আমরা সবাইদুঃসময়ের তরবারি পড়েছে মাথায়,প্রতিদিন হয় হবে দিব শুনেচুল ঝরছে আয়সম্পূর্ণ
বুক সেল্ফে বন্দী পড়ে থাকা গণতন্ত্র আমার চাইনা ,যে গণতন্ত্রর মুখোশে স্বৈরাতন্ত্রর বাস তাকে চাইনাসম্পূর্ণ
আজ এ-বৎসরের শেষ রবিবারে সমস্ত শহর করে তোলপাড় গ্রীসীয় যুবার মতো ভুঁড়ে দেবো শব্দের মাতালসম্পূর্ণ
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই- “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকাসম্পূর্ণ