কবিতাসত্য মিথ্যা
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
বিষয়আশা, জীবনমুখী
Review This Poem

সর্বদা সত্য কথা বলো
ভুলেও মিথ্যা কথা বোলো না।
সত্য যদি খারাপ শুনতেও লাগে
তবুও বলো।

সত্য কথা বলতে সময় কম লাগে
মিথ্যা কথায় বেশি।
সত্য কথা সহজেই বলা যায়
মিথ্যা কথা নয়।
সত্য কথা বলতে জড়তা আসে না
মিথ্যা কথায় আসে।
সত্য কথা একটি কথায় হয়ে যায়
মিথ্যা কথা একাধিক কথায় শেষ হয়।
সত্য কথা সাহসের সাথে বলা যায়
মিথ্যা কথা বলতে লাগে ভয়।
সত্য কথা চোখে চোখ রেখে বলা যায়
মিথ্যা কথা মাথা নিচু করে।
সত্যি কথা নিমেষে বলা যায়
মিথ্যা কথা চিন্তা ভাবনা করে।
সত্য কথা বললে মন হালকা হয়
মিথ্যা কথা বললে মনে দুশ্চিন্তা বাসা বাঁধে।

যদি দ্যাখো সত্য কথা বলেও
কেউ তোমায় ভালোবাসছে না
জেনো ঈশ্বর তোমায় ঠিকই ভালোবাসছেন
কারণ ঈশ্বর তাদের ভালোবাসেন যারা সত্যের পথে থাকে।
কিন্তু যদি দ্যাখো মিথ্যা কথা বলে
সবার প্রশংসা পাচ্ছো
সবাই ভালোবাসছে
জেনো ঈশ্বর তোমায় ভালোবাসছেন না
কারণ যারা মিথ্যা বলে তাদের তিনি ঘৃণার চোখে দ্যাখেন।

ঈশ্বরই তো জীবনের সব
তিনি না ভালোবাসলে জীবন তো অর্থহীন
ঈশ্বরের ভালোবাসা না পেয়ে অন্য কারও ভালোবাসা পেয়ে কী হবে?
অন্য কারও ভালোবাসার চেয়ে ঈশ্বরের ভালোবাসা অনেক দামী।
ঈশ্বরের ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।
কারণ সবাই কি সত্যের পথে থাকতে পারে?
সত্যের পথ যে কঠিন
মিথ্যার পথ অনেক সহজ
কিন্তু একমাত্র সত্যের পথে থাকলেই তো ঈশ্বরের ভালোবাসা পাওয়া যাবে।
এই জগতের সৃষ্টিকর্তা ঈশ্বরের ভালোবাসাই যদি না পাওয়া যায়
তবে তো জীবনটাই ভালোবাসা শূন্য হয়ে থাকবে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments