কবিতাভালোবাসা
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
লিখার স্থানবারুইপুর
বিষয়জীবনমুখী, ভারতবর্ষ
Review This Poem

ভালোবাসা শব্দটাকে ভালবাসতে হয়।
ভালোবাসা শব্দটাকে অন্তরে রাখতে হয়।
ভালোবাসা শব্দটাকে ছড়িয়ে দিতে হয়।

ভালোবাসার কোনো বিকল্প হয়নি আজও অব্দি বিশ্বে,
ভালোবাসা দিয়ে জয় করা যায়নি এমনও কিছু নেই এ জগতে।

যেখানে যত ভালোবাসা আছে সব ধরে রাখো এ হৃদয়ে,
ভালোবাসাকে লালন করো ভালোবাসার সাম্রাজ্য প্রসারিত করো দেশ বিদেশে।

ভালোবাসাকে মাপা যায় না,
ভালোবাসাকে অনুভব করতে হয় অন্তঃকরণ থেকে।

ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বেলা ১২টা, বারুইপুর।
১৮ই এপ্রিল, ২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments