কবিতাদেবে আমায় একটু প্রেম?
কবিঅর্ঘ্যদীপ চক্রবর্তী
বিষয়প্রেম
Review This Poem

আমি শুধু প্রেম খুঁজছি
কোথাও পাচ্ছি না।
দেবে আমায় একটু প্রেম?

সূর্যের কাছে প্রেম চেয়েছিলাম
ওর অত আলোয় আমি জ্বলে পুড়ে যাচ্ছি।
প্রেম তো দূরের কথা
ও তো সবকিছু ছাই করে দেয়
তাই সূর্যও প্রেম দিল না।

চাঁদের কাছে প্রেম চেয়েছিলাম
কিন্তু ওর ঐ কলঙ্কভরা শরীর দেখে আবার মুখ ফিরিয়ে নিই।
লোকে বলে কোনো এক অভিশাপে নাকি অমন হয়ে আছে
আমি প্রেমে কলঙ্কিত হতে চাই না।

তারাদের কাছে প্রেম চেয়েছিলাম
কিন্তু ওরা অত দূর থেকে মিটমিট করে জ্বলে
যে কী উত্তর দিয়েছিল,
তা আজও আমার কানে এসে পৌঁছায়নি
আমি শুনতে পাইনি।

মেঘের কাছে প্রেম চেয়েছিলাম
কিন্তু মেঘ তো আকাশে চিরস্থায়ী নয়
কোনো না কোনো সময় ঝরে পরেই
আমি এভাবে প্রেমের মৃত্যু ঘটাতে চাই না।

তাই আমি প্রেম চাইছি
প্রেম খুঁজছি
কোথাও পাচ্ছি না।
দেবে আমায় একটু প্রেম?

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments