রাত শেষ হয়ে ভোর না হতেই
ভোরের পাখি জাগে
ভোর হয়েছে খবর এনে
দেয় সে সবার আগে।
ডেকে বলে ভোর হয়েছে
দেখ জেগে উঠে
কুসুম বাগের কুসুম যত
সব উঠেছে ফুটে।
যখন ডাকে ভোরের পাখি
নিত্য সবার আগে
সুয্যি মামা জেগে ওঠে
আকাশ রাঙা করে।
খোকাখুকুর ঘুম ভেঙে যায়
দেখে মেলে আঁখি
মধুর সুরে যখন এসে
ডাকে ভোরের পাখি।