কবিতামালা দেব গলে
কবিআইনুল হক
বিষয়অন্যান্য, আশা, জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

চোখের ইশারায় ডাকে মোরে
কোন পিরিতির ছলে
ও বন্ধুরে ওই নীল কদম্ব তলে
আমায় তুমি ডাকো ওরে নীল কদম্ব তলে।

ওই কোমরে কলসি নিয়ে
যায় যমুনার জলে
পরান আমার রাখলো বেঁধে
ওই শাঁড়ির আঁচলে।

নাকে তার সোনালী নোলক
ওই বাতাসে নড়ে
কলসি ভরতে গিয়ে নোলক
পড়ে গেলো জলে।

বলে বন্ধু এসো মোরে
খুঁজি নদীর তলে
বাঁশির তালে এসো বন্ধু
মালা দেব গলে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments