আজ দ্বারে দ্বারে জ্ঞানপাপীর চরণ
নর্দমা জুড়ে মুর্খের চাঁদ দেখা ক্ষরণ;
স্বপ্ন ঘোর অমাবস্যাতে আবার
বুঝি আলো জ্বালাতে চায় মরণ।
এতো শিমুল, পলাশ ঝরা রক্তাক্ত
ময়দান কতটুকু বুঝতে পাও শুনি
সত্যই জ্ঞানপাপীদের সে হুশ নাই
মানবতার ক্ষতি- মুর্খ শয়তানের হাসি-
এ সময়ে চাই যে নিশ্চিত ফাঁসি!
নব্য জ্ঞানী তোমরাও কি হবে ধনী?
ফাঁদে পা বাড়াও যদি হবে শব্দহীন পাপী
দ্বার ঘেঁষে দেখাও না আর একই ছবি।
2024-10-20
Your blog is a shining example of excellence in content creation. I’m continually impressed by the depth of your knowledge and the clarity of your writing. Thank you for all that you do.