বিস্তৃত মহাকাশে নক্ষত্রপুঞ্জের মধ্যে একটি চাঁদ
আলোকবর্ষনে উচ্ছাসিত একটি পৃথিবী নির্মাণ করেছি তোমায় নিয়ে
অব্যাক্ত ভালোলাগার প্রতিস্ফলোন অবিরত কাব্যে রূপান্তরিত ঘটছে
সূর্যের মতো দেখতে তোমার মুখ অবিনশ্বর জ্বলজ্বল করছে হৃদয়ে
তাৎক্ষনিক সৌন্দর্য নিমেষের মধ্যে মুমূর্ষু করে তোলে আমার চেতনা
দাম্ভিক হৃদয় গন্তব্য হারিয়ে অন্তরে প্রসারিত হচ্ছে যেখানে বিকশিত হচ্ছে একটি ফুল
2022-09-23