স্রেফ দুটো নয়া মিথ্যে কথা সেও তোমারই প্রাপ্য
তুমি এলেই গছে দেবো কথার ভাঁজে।
আজই এসো, দোহাই;
এ ধরা ধ্বংস হবে বিকেলের বৃষ্টিতে
একলা মেঘের নিচে আমি স্বয়ং সাক্ষী সে ভবিতব্যের
মোলাকাতে ভিজবে মোম, জন্মাবে উপায়,কারণ।
স্রেফ দুটো মিথ্যে কথা ছোট ছোট
বৃষ্টি খানিকবাদ; আলিঙ্গনেও আপত্তি নেই কোনো
এরপর থামবে ধ্বংসলীলা আমার পৃথিবীর,জানালার।
দুটো একা পা গ্রিলের বাইরে থেকে ভেতরে এসে জানাবে
আজ বিষ্যুদবার, মিথ্যে নয় কবিতা।
বলি,
আজই এসো, দোহাই
স্রেফ দুটো মিথ্যে
বৃষ্টি কিংবা চুমুর সমান।