4.4/5 - (5 votes)

অনেকগুলো আক্ষেপ বুকে নিয়ে
চলে যাচ্ছি তাসু
অনে-এ-এ-এ-ক
তোমাকে গোল্ডলিফে চুমু দেওয়া শেখানো হলো
না
উবারে করে অযথা কিছু রাস্তা পাড়ি দেয়া হলো না
তোমার কাঁধে হাত রেখে
থিয়েটারে একটা রোমান্টিক সিন দেখা হলো না

মাঝরাত্তিরে এইসব আক্ষেপের কথা ভেবে কেঁদো,
যে আক্ষেপ কোনোদিন মিটবে না
তার জন্য কাঁদা মন্দ না,
‘কান্না’র সংজ্ঞার পূর্ণতা পেতে হলে
এরকম বিষয় নিয়ে কিছুক্ষণ কাঁদা প্রয়োজন

অনেকগুলো আফসোস আওড়াতে আওড়াতে বিদায় নিচ্ছি তাসু
অনে-এ-এ-এ-ক
তোমার গলায় শাহানার ‘একটা ছেলে’ শোনা হলো না
প্রচন্ড বর্ষণে হুডতোলা রিকসায়
পলিথিনে মোড়ানো প্রেম হলো না
বুড়িগঙ্গায় ভাসতে ভাসতে
পানি ছিটিয়ে আমার পাঞ্জাবী ভিজলো না
একতা এক্সপ্রেসের জানলা দিয়ে
যমুনার আকাশ একসাথে দেখা হলো না

তুমি একটা ঘুড়ি বানিও
মামুলী কোনো রঙের ঘুড়ি
আমার সব কথা সেই ঘুড়িতে লিখে উড়িয়ে দিও
যদি বেঁচে থাকতে আমার আক্ষেপ আর আফসোস উড়িয়ে দিতে পারতাম?
ইশশশশশ আফসোস !

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
মাসুদুর রহমান শাওন
1 year ago

কমেন্ট করার জন্য উপযুক্ত ভাষা পেলাম না, জাস্ট অ—অসাধারণ… ❣️