ক্ষণস্থায়ী স্বপ্নই তো শ্বাস
ঠিক দ্যাখা হবে জ্বলন্ত ছায়ার সাথে
পরোয়াহীন সে ভীড়বেই বন্দরে তাই
নিরর্থক হয়রানি, বেহুদা রঁশনির খোঁজ অসময়ে।
মানুষ, এখানে তোমার দৃশ্যমান ক্ষমতা নেই কোনো ভালো লাগে!
নিখোঁজ কি কোনো জরুরী তর্জমা
কিংবা সভ্যতার নিশান! দৃশ্য তো তার ব্যতিক্রম।
ম্লান হয়ে যাচ্ছে পুষ্পের রঙ বরং
দেখি অপরাধ আরও কাছাকাছি
নিজের প্রতি নিজেরই।
ভয় আর বেদনার বাগানে নিয়মিত মধুচাষী হে কৃষক
তব শান্তনার কোনো ত্রান আসছে না, জেনো।
একাকী দাঁড়াও স্বপ্নের জোনাকের পরে,
শ্বাসের উপর আর জীবনের কোথাও না কোথাও;
জ্বলন্ত ছায়ার ঘুটঘুটে অন্ধকারে মৃত্যুও দাঁড়িয়ে—
আলিঙ্গনে প্রমাণ হবে শ্বাশত প্রেম আবারও,
উদয় আর অস্ত মূলত এক, অদ্বিতীয়।