5/5 - (1 vote)

নিশ্চুপ অন্ধরাতে
দূর থেকে ভেসে আসা অচেনা মৃত্যুগন্ধ
মনে করিয়ে দিলো প্রতিনিয়ত আমি এড়িয়ে যাচ্ছি মাবুদের প্রশ্ন
“ফাবি আয়্যি আলা ই রব্বিকু মা তু কাজ্জ্বিবান?”

ক্বলবে অন্ধকার প্রাচীর উর্ধগতিতে দাঁড়িয়ে যাচ্ছে
আলোর ছিটেফোঁটা আসা সুক্ষ ছিদ্রগুলোর অস্তিত্বও শেষ
আমি বুঝতে পারছি অন্ধ হওয়ার ব্যাথা,
তবুও চোখে গুনাহের বর্শা মারার আনন্দে আমি উল্লাস করছি
আমি ভাবছি অন্ধ হয়ে গেলে বোধহয় আমি সব দেখতে পাবো
অথচ মুহাইমিন আমায় আলোর ভেতরের রং দেখালেন,আমি তুচ্ছ ভেবে সে মহান স্বত্তা অবজ্ঞা করলাম,করে যাচ্ছি
হে মুসাব্বির অশ্রুসিক্ত নয়নে ইয়াদ করছি আপনার কালাম
“লা তাকনাতু মিররহমাতিল্লাহ্”
মাগরীবের মালিক আপনি নিশ্চয়ই জানেন আমি হতাশ নই,আমি গুমরাহ
আমাকে কে বাঁচাবে মাওলা,
গুমারাহীর তারকাঁটা আমাকে ভেদ করতে দিন
যেভাবে ইবনে খাত্তাবের তলোয়ার ভেদ করে গিয়েছিল
দুশমনের হৃৎ
হলক থেকে আসছে মাওলা সূরা আত-ত্বীন
মৃত্যু যেনো না আসে খোদা না হয়ে মুমিন

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments