স্বপ্নে করি ইচ্ছে পূরণ,
আবেগে ভাসাই বুক।
আকাশ পথে চলতে থাকি,
পাই যে অলীক সুখ।
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আমি
চাঁদকে ছুঁতে চাই।
ডানা পেয়ে পাখি হয়ে
দিগন্তে মিশে যাই।
ভোরের বেলার শিশির হয়ে
ভেজাবো মাটির বুক,
সন্ধ্যে বেলায় ঘুমিয়ে আছি
নেই কোনো কাজ যোক।
স্বপ্ন আমার ভঙ্গ হলো
হারিয়ে গেলো সুখ,
ইচ্ছে ডানায় ভর করে তাই
স্বপ্নেই খুঁজি সুখ।
2021-12-18