আমি চাই যে আমাদের প্রেম হােক সেই নব্বই দশকের মত ।
দেখা হােক বা না হােক চোখে চোখে ভেসে থাকুক
তােমার সেই মায়া ভরা মুখটা।
কথা হােক না হােক প্রাণে বাজুক সারাক্ষণ তােমার সুকণ্ঠী কণ্ঠস্বর।
বিচ্ছেদ হলে হােক তবে মনের মধ্যে থাকে যেন একটু মিষ্টি যন্ত্রণা।
দেখা হবে মাঝে মাঝে সেই কদমের তলে,
যেখানে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে কৃষ্ণ রাধার সাথে প্রেম করতাে।
চোখে চোখে চাহনি হবে কিছুক্ষণ,
ভালােবাসা উপলব্ধি হবে মনে মনে।
দেওয়াল লাফিয়ে চিঠি দিয়ে আসব তােমার কাছে
আর কানে কানে বলব ভালবাসি তােমায়।
চিঠি দেওয়া হবে ছয় মাসে একটা কিংবা দুটো তাতেই হবে,
কিন্তু মনের মধ্যে অনুভূতি যেন না থামে একটুক্ষণ।
পুরানাে চিঠির মাঝে দেওয়া হবে একটা গােলাপ।
সেই শুকনাে গােলাপের গন্ধে বিমােহিত হবে আমার মন।
ঘুমানাের আগে পড়ে নেব সেই চিঠি,
স্বপ্নের কল্পনায় দুজন ঘুরে বেড়াবাে পৃথিবী জুড়ে।
হঠাৎ বহুদিন পরে দেখার জন্য ব্যাকুল হবে মনটা।
একটু দেখা হবে দুর থেকে তাতেই মনে শান্তি পাব
লাজুকতা থাকুক চোখে
কিন্তু ভালােবাসা থাকুক মনের মাঝে অফুরন্ত।
বিয়ে হােক বা না হােক সম্মান আর শ্রদ্ধা থাকবে সারাজীবন।
মাঝ রাস্তায় যদি কখনাে দেখা হয়,
চোখে চোখে চাহনি এটাই হবে অনেক প্রাপ্তি।
2021-12-18