4/5 - (1 vote)

ওরা লালায়িত তাই
সুব্রত মিত্র

ভেবেছিলাম ওরা ভালো আছে,
ওরা ভালো নেই;

ওদের টাকা-পয়সা; ব্যাঙ্ক ব্যালেন্স আছে বলেই ওরা ভালো নেই
ওদের পরিবারে সামাজিকতা নেই;
এডজাস্টমেন্ট নেই;
সংস্কার নেই;

ওরা কেউ কারোর জন্য তিলমাত্র জায়গা ছাড়তে প্রস্তুত নয়
ওদের ঐ ঘরটাতে শুধু বস্তা ভর্তি টাকার পাহাড় পাবে
ঘরের আলমারি গুলোতে পাবে দামি দামি গয়নার বাক্স

জীবনের সব সুখ ওরা জোর করে গৃহবন্দী করতে চাইছে
সুখী হয়তো হয়েছিল ওরা খানিক
কিন্তু শান্তি ওদেরকে স্পর্শ করতে পারেনি,

এরকম জায়গাতে শান্তি আসেও না
আজ আর শান্তির খোঁজ সচরাচর কেউ করেও না
ওদের গৃহে সুখ আছে আজ; শান্তি নেই
তাই ওরা ভালো নেই।

স্বামী স্ত্রী দুজনেই আয় উপার্জন বেশ ভালই করে ওরা
দুজনেরই এই অর্থসন্ধানের পথেই শান্তি হারালো ওরা
ওদের বাড়ির সকলেই সুখী
শিশু; বড়; ছোট; বৃদ্ধা ঠাকুর মা সবাই সুখী
কিন্তু শান্তিতে নেই কেউ।

সুখ এবং শান্তির যৌথ বসবাস খুব কঠিন বাস্তব
সুখের সন্ধান করতে করতে আমরা শান্তি নামক শব্দকে ভুলতে বসেছি
আসলে শান্তিটাই আসল গন্তব্য হওয়া উচিত,
আমরা ছুটি না সেই ঠিকানায়
আমাদের মন এগোয় না ঐ ভাবনায়
আমাদের লোভী মানসিকতার এই পরিচয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments