Review This Poem

আমাদের আমিত্ব
সুব্রত মিত্র

এমন ধরনের গুন্ডামি ভন্ডামি আমরা করেছি এবং করব
আমরা এক যুগ ধরে মানুষ মেরেছি আগামীতেও মারবো
আমরা করেছি লুটপাট, আমরা করেছি নিরীহ মানুষের ওপর চোটপাট
আমরা এভাবেই চলবো, আমরা এভাবেই থাকবো ফিটফাট
আমাদের নেই কোন লজ্জা,
দেশাত্মবোধ ও জাতীয় চেতনা ওগুলো লোক দেখানো সজ্জা
মনুষ্যত্ব দিয়েছি জলাঞ্জলি, এখন চিন্তায় আছি কি করে থাকবো জীবনভর আমি রাজা
তোমরা বলোই যত আদর্শ-নীতির কথা
শুনবো না আমরা ওসব কিছু থাক পরে নর্দমায় যথা তথা
দশে মিলে করি কাজ সেই বাণীতেই আমি খুঁজি মহত্ব
দেখছেন না তাই চোরে চোরে মিলেছি সবাই
এর মধ্যেই তো খুঁজে পাই আমাদের আমিত্ব।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
হাসান আল বান্না
1 year ago

যথার্থ লিখেছেন