কোনো এক বৃষ্টি ময় দিনে,
তুমি কি আমার বৃষ্টি ভেজার সঙ্গী হবে ??
কোনো এক নিস্তব্ধ বিকেলে,
তুমি কি ঘুরতে যাবে আমার ভাঙ্গা সাইকেলে চড়ে??
কোনো এক সূর্য ডুবা সন্ধ্যায়,
তুমি কি আমার কাধে মাথা রেখে জড়িয়ে ধরবে বাহু দুটো শক্ত করে??
কোনো এক শীতের সকালে,
তুমি কি হাটতে যাবে এক চাদরে দুজন মিলে??
কোনো এক ফাগুনে,
তুমি কি সাজবে নতুন সাজে নীল,হলুদ শাড়ী পরে চোখে হালকা কাজল মেখে ??
কোনো এক বর্ষায় ডুবে যাওয়া খাল- বিল দিয়ে,
তুমি কি যাবে পা ভিজিয়ে আমার সাথে নৌকা করে??
কোনো এক গ্রীষ্মে,
তুমি কি আমার ঘাম মুছে দিবে তোমার আঁচল দিয়ে??
কোনো এক বসন্তের দুপুরে,
তুমি কি গান শুনাবে আমায় কদম গাছের ডালে বসে কোকিলের কন্ঠে??
কোনো এক শুভক্ষনে,
তুমি কি আসবে আমার বধু সেজে??
প্রতিদিন বলবে ভালোবাসি খুব শক্ত করে জড়িয়ে ধরে??
2022-02-25