5/5 - (1 vote)

নারী, নারী,নারী,
শব্দটা ছোট হলেও এর মহত্ত্ব ভারী।।
নারীর থেকে জন্ম সবার,নারী করেছে লালনপালন,
নারী মানে এই মহাজগৎ বিশ্বায়ন।।
নারী যেমন মাতৃরূপে মমতাময়ী,কখনো বোন রূপে আদরনী,
আবার তেমনী সেই নারী স্ত্রী রূপে সংসার পরিচালনা কারী।।
নারীর সম্মান সকল ধর্মের সকল কিতাবে পাবে,
নারীকে করে অসম্মান সর্গ বা জান্নাতে কয়জনে যাবে??
নারী, নারী,নারী,
বিশ্বজগত উন্নয়নে অর্ধেক অবদান তার ই।।
নারী মানে জীবন চলার সুন্দর শৃঙ্খলা,
আবার সেই নারী পায় সবার থেকে কটুকথা আর লাঞ্চনা।।
নারী মানে হাসি মুখে সকল দুঃখ বেদনা সয়,
নারী মানে হাসী মুখে করে যুদ্ধজয়।।
নারী মানে রবীন্দ্রনাথের রূপবতী রমনী,
নারী আবার নজরুলের চোখে মাতৃরূপে মমতাময়ী।
নারী মানে ইতিহাসের সেরা এক চরিত্র,
নারী মানে আশ্রয়স্থল নারী মানেই পবিত্র।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments