Review This Poem

পৃথিবীতে সবচেয়ে এগিয়ে আজ যারা,
দেহময় চকচকে উন্নয়ন, হৃদয় ছাড়া—
অস্ত্র ক্যানো যুগ যুগ সভ্যতার ভাষা?
হৃদয়হীন পৃথিবীতে শিল্প এখনো আশা,
না হয় কিসের তরে এতোদিন বাঁচা?
দিকবিদিক নির্মিতব্য শোষণের খাঁচা!
সমস্ত পৃথিবী হৃৎপিন্ডের খুব কাছে এসে,
গতকাল ছুঁয়ে গ্যাছে পরম প্রীতি আবেশে—
বারবার হৃদয় মূর্চ্ছনায় উদিত স্বহৃদয়রবি,
হৃদয়ের কাছে রেখেছে আলোকিত পৃথিবী!

সব ছেড়ে ফিরেছি, হৃদয়ের খুব কাছে,
যেখানে এখনো অনাগত এক দর্শন হাসে—
হৃদয়ের খুব কাছে গিয়ে পেয়েছি এক স্বাদ,
হৃদয় এক বিরাট বিস্ময়, অগাধ আস্বাদ!
কোনোদিন কি গিয়েছ হৃদয়ের খুব কাছে?
মুক্তির নক্ষত্র ঝুলে হৃদয়ের একদম পাশে—
ভালোবাসার চেয়ে নেই কোন শ্রেষ্ঠ কবিতা,
পঙক্তিমালায় ব’লে গ্যাছে না দ্যাখা সবিতা—
হৃদয়ের খুব কাছের একমুঠ পরম ভালোবাসা,
সবকিছুর উর্ধ্বে এখনো এই এক নতূন আশা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments