তোমাকে ভালবোসার পর জানতে পারলাম,
মানুষের পুরো শরীরটা এক পৃথিবী শিল্প
কারুর এক বিশাল সমাবেশ
তোমাকে ভলোবাসার পর জানতে পারলাম,
দেহ উর্বর শিল্পসমৃদ্ধ শ্রী উপত্যকা
যার ভাঁজে ভাঁজে খেলা করে কারুকাজ
চোখদ্বয় ধানের দোলের মত জানাই আবহাওয়ার চারপাশ ,
ঠোঁটজোড়ায় খেলা করে সঙ্গমপূর্ব কোমল স্পর্শ
হাত আঙুলে আঙুল চেপে বলে , আমি আছি সাথে
একটু পর পাগুলো বলে, চলো আরো কিছুদূর হাঁটি,
মুখভঙ্গি দেখে কখনো স্হির হতে পারেনি, এক জায়গায়
পেটকে আমি ভাবতাম সেই ছেলেবেলা থেকেই রাক্ষস,
মধ্যপ্রাচ্যের ‘বেলি ড্যান্স’ দেখার পর থেকে সব অন্যরকম অনুধাবনের পর অনুধ্যান,
পেট লহরে ফলিত আমার জন্ম ইতিহাস!
তোমার স্তনগুলো রাস্তায় আমাকে অশ্লীল মানুষ চিনিয়েছে,
স্তনগুলোও না একটা চমক!— হরিণীর মতো তাকিয়ে থাকে,
অশ্লীলদের ঠিক মস্তক বরাবর!
আচ্ছা, প্রাণীগুলো কি কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর?
যোনীপথকে ঘিরেই পৃথিবীর সমস্ত গালিবিদ্যা প্রবাহ
যোনির স্বাদ না পাওয়া, অক্ষম আক্রোশে নাবালক পাড়ায়
অক্ষম লজ্জায় কেঁদে মরে আমার সাবালক হৃদয়!
চ-বর্গীয় গালিগুলো থেকে উঠে আসছে আমাদের পরিচয়,
কেন যে আমাদের মনগুলো চিরদিন নগ্নতায় পড়ে রয়?