Review This Poem

তবে কি বেঁচে থাকার নাম-ই সহে যাওয়া? সূর্যমুখীর মতো ফুটে যাচ্ছে, বানানো সত্য — বাহ্, কি দারুণ ও চমকপ্রদ!
সকল সত্যই কি তবে আপেক্ষিক? না, না এই কথা অন্তত মানি না
; মিথ্যাকে মোটাতাজাকরণ করতে করতে যতই সত্যের পিন্ড বানানো হোক, বস্তাপচা লাশের মতো — একদিন দখিনে বাতাস, উত্তরে ছড়াবে দূর্গন্ধ! কালি ও কলমের ডগায় উঠে আসবে, অনাগত অবোধ বালকের বোধিবৃক্ষের মন থেকে নিরেট সত্য!

জীবনের পরতে পরতে ছড়ানো বিষমাখা দূর্যোগ, পা পা হাঁটতে হাঁটতে পরাজিত সকল অসহায় মুখ, মিথ্যা কবলিত সত্যগুলো একদিন গল্পে, কবিতায়, নাটকে ও উপন্যাসে সুপ্ত বীজ থেকে হয়ে উঠবে বটবৃক্ষের মতো বিশাল, বাঘের থাবা,
সাজানো বিছানো জাল, মিথ্যা গাল-গল্প ঠিকই একদিন উড়িয়ে দিবে সত্য ও সুসময়!

মিথ্যা প্রবৃদ্ধির হার যদিও অনেক অনেক বেশি তবুও একটি সত্য পৃথিবীর লোমকূপে প্রবাহিত বাতাসের মতো হৃদয় ছুঁয়ে যায়, তবে সেই সত্য এখনো হয়নি প্রতিষ্ঠিত, এখনো পৃথিবীর এপাশ থেকে ওপাশ এই সত্য বিদ্যুতের মতো ছুটে, এই সত্য একদিন মানুষকে মানুষের বুকে ভিড়াবে — মনুষ্যত্ব!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments